এশিয়া কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান

ছবি: সংগৃহীত

চূড়ান্ত হলো ২০২৫ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। বাংলাদেশ দল রয়েছে 'বি' গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

অনেক টানাপোড়েনের পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এশিয়া কাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। তিনি জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, সেপ্টেম্বরেই মাঠে গড়াবে প্রতিযোগিতাটি। আর মূল আয়োজক ভারত হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

এর আড়াই ঘণ্টা পর আরেকটি পোস্টে নাকভি প্রকাশ করেছেন চূড়ান্ত সূচি। তবে খেলাগুলোর ভেন্যু ও সময় এখনও নিশ্চিত হয়নি। আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণেই হবে এশিয়া কাপের খেলা। অংশগ্রহণকারী আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।  'এ' গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আরব আমিরাত ও ওমান।

গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। বাংলাদেশ অভিযান শুরু করবে আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর লিটন দাসের দল মোকাবিলা করবে আফগানিস্তানকে।

৯ সেপ্টেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর ভারত ও ওমানের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব।

গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে মোট চারটি দল সেখানে ঠাঁই পাবে। ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোর পর্ব। এই পর্ব শেষে শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে ২৮ সেপ্টেম্বর।

পেহেলগামে জঙ্গি হামলার পর গত মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ানোয় তীব্র অনিশ্চয়তা জেগেছিল এশিয়া কাপের আয়োজন নিয়ে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটি। শেষমেশ নির্ধারিত সূচিতে প্রতিযোগিতাটি মাঠে গড়ালেও তা ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে।

প্রথম পর্বে কারা কোন গ্রুপে:

গ্রুপ 'এ': ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ 'বি': বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

Comments

The Daily Star  | English
monetary policy

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

7h ago