অবশ্যই ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে এবং সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

শেরপুরে এনসিপির সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই সনদের মাধ্যমে যদি মৌলিক সংস্কার না হয়, রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা না হয়, তাহলে এনসিপি এই জুলাই সনদে সমর্থন দেবে না।'

আজ রোববার বিকেলে শেরপুরে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, 'জুলাই গণঅভ্যুন্থানের চেতনায় দেশ গড়তে জুলাই পদযাত্রার মাধ্যমে জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জনগণের দুয়ারে জানান দিয়ে যাচ্ছি।'

তিনি বলেন, 'প্রায় এক বছর হতে চলল, কিন্তু অন্তবর্তী সরকার এখনো জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেনি। আমরা এখন শুনতে পাচ্ছি, কয়েকদিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।' 'যে কারণে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকছে, সেটা বিলোপের জন্য আমরা উচ্চকক্ষের কথা বলেছি। যেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে,' যোগ করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা বলেন, 'কেবল জুলাই সনদ নয়, সংবিধানে "জুলাই ঘোষণাপত্র" সংযুক্ত করতে হবে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে। না হলে আগামী ৫ আগস্ট ছাত্র-জনতাকে নিয়ে ঢাকায় সমাবেশ করে সেটা আদায় করা হবে।'

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, 'কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। আর এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন হচ্ছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এই পুশইনের বিরোধিতা করেছি।'

'আমরা ভারত সরকারকে বলেছি, সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না, সীমান্তে আমরা কোন পুশইন মেনে নেব না। পুশইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন, শেখ হাসিনাকে পুশইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাব,' বলেন তিনি।

নাহিদ আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কীভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। আমরা পরিষ্কারভাবে বলেছি, গোপালগঞ্জসহ সারা বাংলাদেশে মুজিববাদকে আমরা দাঁড়াতে দেব না। যারা এখনো প্রশাসনসহ পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।'

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

6h ago