থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে নিহত ৩৪, শান্তি আলোচনা মালয়েশিয়ায়

থাই কামানের গোলার আঘাতে কম্বোডিয়ার এই বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি
থাই কামানের গোলার আঘাতে কম্বোডিয়ার এই বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি

টানা চার দিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে সোমবার মালয়েশিয়ায় দুই দেশের নেতারা শান্তি আলোচনায় যোগ দেবেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

পর্যটকদের কাছে জনপ্রিয় ওই দুই প্রতিবেশী দেশে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে এবং দুই লাখেরও বেশি মানুষ তাদের নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সংঘাতের মূলে আছে সীমান্ত এলাকার কিছু মন্দির নিয়ে বিবাদ।

রোববার ব্যাংকক ঘোষণা দিয়েছে, দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত আগামীকাল সোমবার শান্তি আলোচনায় যোগ দেবেন। এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন মালয়েশিয়ার নেতা ও আসিয়ান জোটের সভাপতি আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়াতেই ওই বৈঠক আয়োজিত হবে। 

আনোয়ার জানান, তিনি আশা করছেন অবিলম্বে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চালুর বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে। 

কম্বোডিয়ার কামানের গোলার আঘাতে থাই সীমান্তে অবস্থিত এই বাড়িটি ধ্বংস হয়। ছবি: এএফপি
কম্বোডিয়ার কামানের গোলার আঘাতে থাই সীমান্তে অবস্থিত এই বাড়িটি ধ্বংস হয়। ছবি: এএফপি

মালয়েশিয়ার বেরনামা জাতীয় নিউজ এজেন্সি আনোয়ার ইব্রাহিমের বরাত দিয়ে জানায়, 'তারা (কম্বোডিয়া ও থাইল্যান্ড সরকারের প্রতিনিধিরা) আমাকে একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার ও এ বিষয়ক দরকষাকষিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।'

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'আমি বিভিন্ন খুঁটিনাটি বিষয় ও শর্ত নিয়ে আলোচনা করছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অবিলম্বে যুদ্ধবিরতি চালু করা।'

আগামীকাল স্থানীয় সময় বিকেল ৩টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কম্বোডিয়া এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেনি। 

এর আগে, শনিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারা দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সংঘর্ষ বন্ধে তারা দ্রুত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, 'উভয় দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চাইছে।'

রোববার সকালে কম্বোডিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মাঝামাঝি অঞ্চলের কিছু প্রাচীন মন্দিরের কাছে কামানের গোলা আছড়ে পড়ে। দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে এই মন্দিরগুলোর মালিকানা নিয়ে বিতর্ক চলছে।

বৃহস্পতিবার বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর জেট বিমান, ট্যাংক ও পদাতিক সেনা হামলা-পাল্টা হামলা শুরু করে।

থাইল্যান্ড জানিয়েছে, চার দিনের সংঘর্ষে ৮ সেনা ও ১৩ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, কম্বোডিয়া ৮ বেসামরিক মানুষ ও ৫ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে।

এই সংঘাত থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ ও কম্বোডিয়ার সীমান্ত থেকে ৮০ হাজারেরও বেশি মানুষকে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে।

 

Comments