ব্যাংককের শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

আজ সোমবার থাই পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। 

নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও অন্তর্ভুক্ত। এলোপাথাড়ি গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর সহকারী কমিশনার শারিন গোপাত্তা।

এক বিবৃতিতে থাই পুলিশ জানায়, 'পুলিশ ওই বন্দুকধারী ব্যক্তির পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে।'

বিবৃতি মতে, গুলিতে নিহত পাঁচ ব্যক্তি 'ওর টর কর' শপিং মলের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংককের স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে একজন নারীও আছেন। 

ব্যাংককের ব্যাং সুই জেলার চাতুচাক এলাকার ওই শপিং মলে মূলত কৃষিভিত্তিক পণ্য বিক্রি হয়।

ওই জেলার পুলিশ কর্মকর্তা স্যান সেংমানি জানান, এই ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি।

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি পর্যটন। এ ধরনের ঘটনা দেশটির পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে সাদা হ্যাট পরা ও বুকের ওপর ব্যাকপ্যাক ঝোলানো সন্দেহভাজন বন্দুকধারীকে পার্কিং লট ধরে বাজারের উদ্দেশে হেঁটে আসতে দেখা যায়।

থাইল্যান্ডে প্রায়ই বন্দুক-সহিংসতার ঘটনা ঘটে। ২০২৩ সালের অক্টোবরে ব্যাংককের প্রাণকেন্দ্রে একটি বিলাসবহুল সুপারমলে ১৪ বছর বয়সী এক ব্যক্তি পিস্তলের গুলিতে দুইজনকে হত্যা ও পাঁচ জনকে আহত করেন।

আরও এক বছর আগে এক সাবেক পুলিশ কর্মকর্তা ২২ শিশুসহ ৩৬ ব্যক্তিকে বন্দুক ও ছুরির আঘাতে হত্যা করেন।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

9h ago