সাফজয়ী দল নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে আফঈদা-সাগরিকারা

ছবি: ফিরোজ আহমেদ

আগামী মাসে লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। সেজন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। কিছুদিন আগে ঘরের মাঠ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের সবাইকে রেখেছেন কোচ পিটার বাটলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের স্কোয়াড। আগের মতোই নেতৃত্বে আছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। তার মতো মোসাম্মৎ সাগরিকা, স্বপ্না রানী, উমেহলা মারমা, মুনকি আক্তার ও শান্তি মার্ডিরা জায়গা ধরে রেখেছেন।

বাছাইয়ের 'এইচ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। আগামী ৬ আগস্ট প্রথম ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে লাওসের। ৮ আগস্ট দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পূর্ব তিমুর। আর ১০ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে মোকাবিলা করবে মেয়েরা।

এবারের বাছাইপর্বে আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৩৩টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দল যাবে আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে। তাদের সঙ্গী হবে প্রতিটি গ্রুপে দ্বিতীয় হওয়াদের মধ্যে সেরা তিনটি দল।

এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের অতীত পরিসংখ্যান অবশ্য ভীষণ হতাশাজনক। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে তারা। আগামী ২ আগস্ট লাওসের পথে যাত্রা করার কথা রয়েছে বাটলারের শিষ্যদের।

কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে অনুষ্ঠিত আসরে ছয় ম্যাচের সবকটিতেই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট অর্জন করে তারা।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার

ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার

মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশি খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার

ফরোয়ার্ড: নবীরন খাতুন, উমেহলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, পূজা দাস।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

21h ago