গুলশানে চাঁদাবাজি: গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা অপু গ্রেপ্তার

জানে আলম অপু। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, গতরাতে ওয়ারী এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করা হয়।

তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ২৬ জুলাই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ এবং অপু একটি গ্রুপ করে চাঁদাবাজি করে আসছিলেন।

পুলিশ ও আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের দায়ের করা মামলার জবানবন্দি অনুযায়ী, এই চক্রটি শাম্মী আহমেদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে এবং ঘটনা প্রকাশের আগেই ১০ লাখ টাকা নিয়ে যায়।

মামলার এজাহারে সিদ্দিক আবু জাফর অভিযোগ করেন, গত ১৭ জুলাই অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে তাদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। শাম্মী আহমেদ বাসায় না থাকায় তার স্বামীর কাছে চাঁদা চাওয়া হয়।

'আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারা আমাকে আওয়ামী লীগের দোসর বলে অপবাদ দেয় এবং চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত আমি রিয়াদকে ১০ লাখ টাকা দিই।'

জাফর আরও জানান, গত ১৯ জুলাই তারা আবার বাসায় এসে দরজায় আঘাত করে, তবে তিনি পুলিশকে জানালে তারা চলে যায়।

'গত ২৬ জুলাই রিয়াদ ও অন্যরা আবার আমাকে খুঁজতে আসে। আমি বাসায় ছিলাম না, তবে নিরাপত্তারক্ষীরা বিষয়টি আমাকে জানায়। তারা বাকি ৪০ লাখ টাকা দাবি করে এবং অস্বীকৃতি জানালে আমাকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। আমি আবার পুলিশে ফোন দিই এবং পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়, তবে আরেক অভিযুক্ত অপু পালিয়ে যায়', বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago