৩০ জুলাই: সর্বত্র লাল প্রতিবাদ, শিক্ষক-অভিভাবক বিক্ষোভ

সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ৩০ জুলাই ফেসবুক ভরে ওঠে লাল প্রোফাইল পিকচারে।
এর আগের দিন সরকার শোক ঘোষণার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শোক প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারের ঘোষণা দেওয়া হয়।
এরপর থেকে শুরু হয় প্রোফাইল পিকচার কালো না করে লাল করা। শিক্ষার্থী-শিক্ষক-সংস্কৃতিকর্মী-সাংবাদিক-লেখকসহ নানা শ্রেণি-পেশার আপামর সবার প্রোফাইল একাকার হয়ে ওঠে রক্তাক্ত লাল রঙে।
ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নিঃশর্ত মুক্তি চেয়ে এদিন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিকেরা।
দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে চলে বিক্ষোভ। আগের রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে এবং এর সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করা হয়।
৬ সমন্বয়কের মুক্তি দাবি
ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুমসহ ছয় সমন্বয়কের নিঃশর্ত মুক্তি দাবি করে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বিশিষ্ট নাগরিকরা।
সংবাদ সম্মেলনে মোট ১১ দফা দাবি পেশ করা হয়। সমন্বয়কদের মুক্তি চাওয়ার পাশাপাশি তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা যে পদেই থাকুক না কেন এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।
তারা প্রতিটি হত্যাকাণ্ড এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার এবং বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞের অধীনে স্বাধীন, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান। সেই সঙ্গে গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে মুক্তি, গ্রেপ্তার বন্ধ করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মির্জা তাসলিমা সুলতানা, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হক প্রমুখ।
জাবি শিক্ষকদের মৌন মিছিল
মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে মৌন মিছিলে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অবস্থান নেয়। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে যান। সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হত্যা, তাদের ওপর হামলা, নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে 'মিথ্যা মামলায়' রিমান্ড মঞ্জুর করার ঘটনার নিন্দা জানান তারা।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার, হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক।
শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে হত্যা-হয়রানি-নিপীড়ন বন্ধের দাবি জানান।
শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় তাদের পাশে আছে ও থাকবে।

খুলনায় শিববাড়ি মোড় অবরোধ শিক্ষার্থীদের
ছাত্র-জনতার ওপর গুলি চালানোর প্রতিবাদে এদিন খুলনা নগরীর শিববাড়ি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।
তারা 'তুমি কে? আমি কে? বিকল্প বিকল্প', এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন শেখ হাসিনা, আমার ভাই মরল কেন শেখ হাসিনার জবাব দে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না' ইত্যাদি স্লোগান দেন।
ইইউ'র নিন্দা
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর 'মাত্রাতিরিক্ত বল প্রয়োগের' নিন্দা জানিয়ে ৩০ জুলাই বিবৃতি দেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল।
বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের ওপর আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে।
এছাড়া জনগণের মৌলিক অধিকারের প্রতি 'পুরোপুরি শ্রদ্ধা' বজায় রাখার আহ্বান জানান তিনি।
সংস্কৃতিকর্মীদের গানের মিছিল
ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে গানের মিছিল করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
বিকেলে গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বাহদুর শাহ পার্কের দিকে এগোতে শুরু করলে পীর ইয়ামিন মার্কেটের সামনে পুলিশ বাধা দেয় |
এরপর সংস্কৃতিকর্মীরা সেখানেই অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। গান-কবিতায় প্রতিবাদ জানান। সেই সঙ্গে সড়কে ও দেয়ালে তারা স্লোগান লেখেন এবং গ্রাফিতি আঁকেন।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে এতে শতাধিক সংস্কৃতিককর্মী অংশ নেন।

ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের অবস্থান
আগের দুই সপ্তাহব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে অভিভাবক অবস্থান কর্মসূচি করেন অভিভাবকরা।
'সন্তানের পাশে অভিভাবক' ব্যানারে এই অবস্থান কর্মসূচি ডাকা হয়।
কিন্তু পুলিশ এতে বাধা দিলে অভিভাবকরা হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র-জনতাকে দেখতে যান।
'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঘোষণা
হত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ৩১ জুলাই 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পরদিন দুপুর ১২টায় দেশের সব আদালত চত্বরে, ক্যাম্পাসে ও রাজপথে এ কর্মসূচি পালনে শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবি, শ্রমজীবীসহ সব নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়।
এ কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Comments