'নিকোর চেয়ে রাশফোর্ড ভালো'

দীর্ঘ নাটকের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে এক মৌসুমের জন্য ধারে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্লাবের সাবেক সভাপতি হুয়ান গ্যাসপার্ট দাবি করেছেন, রাশফোর্ড স্প্যানিশ তরুণ নিকো উইলিয়ামসের চেয়েও ভালো খেলোয়াড়।
নিকোর সঙ্গে চুক্তির জন্য আগ্রহী ছিল বার্সেলোনা। তবে শেষপর্যন্ত তিনি লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১০ বছরের দীর্ঘ মেয়াদী চুক্তি নবায়ন করেন। এরপরই বিকল্প হিসেবে রাশফোর্ডকে আনে কাতালান ক্লাবটি।
এ নিয়ে নিকোর ভাই ইনাকি উইলিয়ামস অভিযোগ করেন, পুরো ট্রান্সফার প্রক্রিয়ায় বার্সেলোনা মিথ্যাচার করেছে। ইনাকির এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে অ্যাথলেটিক বিলবাওয়ের অনেক সমর্থক। তবে সাবেক বার্সা সভাপতি গ্যাসপার্ট এসব বিতর্ককে তেমন গুরুত্ব না দিয়ে রাশফোর্ডের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল ১০ ডেল বার্সাকে গ্যাসপার্ট বলেন, 'আমার দৃষ্টিতে নিকোর চেয়ে ভালো খেলোয়াড় রাশফোর্ড। ইনাকি কী বললো তাতে আমার কিছু যায় আসে না। নিকো আমাদের ব্যবহার করেছে, ভালো চুক্তি আদায় করেছে, তার জন্য আমি খুশি।'
তিনি আরও যোগ করেন, "আমি বুঝতে পারছি না কেন অ্যাথলেটিক সমর্থকরা এতটা রাগ করছে। আমি বিলবাও থেকে অনেক খেলোয়াড় এনেছি, তাদের সভাপতির সঙ্গে সবসময়ই ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন আমাদের অতীত ভুলে সামনে তাকাতে হবে। এই মৌসুমে দল ও আমাদের অসাধারণ কোচের ওপর আস্থা রাখতে হবে।'
Comments