নির্বাচন নিয়ে দোদুল্যমান অবস্থা আর রইলো না: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দোদুল্যমান অবস্থা আর রইলো না।'

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আশা করি পুরো জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হবে, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে।

'জাতিকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকেও আহ্বান জানাচ্ছি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে অনিশ্চয়তা আর থাকবে না। সব কিছুই সচল হবে এবং গতি পাবে।'

বক্তব্যের শুরুতেই বিএনপির এই নেতা বলেন, 'আজকে ৫ আগস্ট, এক বছর আগে এই দিনেই আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছিলাম। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিনম্র শ্রদ্ধা জানাই বিগত ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন।'

'আমাদের বিশাল অর্জন, আমরা দীর্ঘ এক বছর যাবত বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য অনবরত সংস্কার কমিশনগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার—রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার, তার একটা পর্যায়ে জাতীয় ঐকমত্যে উপনীত হয়েছি। আশা করি শিগগির ঐকমত্যের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া সই এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ-আলোচনা হয়, সেখানেও আমরা অংশগ্রহণ করব,' বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, 'জাতির যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছিল, আগে সেটাকে আমরা সমুন্নত রাখব এবং এই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব।'

তিনি বলেন, 'আজ প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেটা যথাযথভাবে সংবিধানে স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম।'

'জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে, এটা আমাদের প্রাণের দাবি। রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিচ্ছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

1h ago