ধর্ষণচেষ্টার অভিযোগ: টাঙ্গাইলে ২ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও সহায়তার অভিযোগে একটি মহিলা মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—ওবাইদুল্লাহ (২৫) ও তার বড় ভাই মোহাম্মদুল্লাহ (২৮)। তাদের বাড়ি সদর উপজেলার এনায়েতপুর পালপাড়া গ্রামে। তারা স্থানীয় হযরত ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসার শিক্ষক।

আজ বুধবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে দণ্ডবিধির ৩২৩, ২১২ ও ৫০৬ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ওবাইদুল্লাহ গত ২৭ জুলাই ধর্ষণচেষ্টা করেন। ওই শিশুর মা বিষয়টি মোহাম্মদুল্লাহকে জানালে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে তার ভাইকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments