উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে সচিবালয়ে দ্বিতীয়বার ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে যাচ্ছেন। তিনি আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে যাওয়া উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো সভাকক্ষে। এবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে বৈঠক হতে যাচ্ছে। এ ভবনটি সচিবালয়ের প্রেসক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ গ্রহণ করে। এরপর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'য় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল, কারণ ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবহারের উপযোগী ছিল না।

আগে সাধারণত মন্ত্রিসভার বৈঠক হতো সচিবালয়ের পুরোনো ১ নম্বর ভবনের চতুর্থতলায়। ২০১৮ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হতে থাকে। পরে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় একটি সভাকক্ষ তৈরি করা হলেও সেটি আকারে ছোট হওয়ায় তেমন ব্যবহার হতো না।

সম্প্রতি সচিবালয়ের প্রেসক্লাব সংলগ্ন ফটকের পাশে ১ নম্বর নতুন ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম সেখানেই চলছে। এর ধারাবাহিকতায় আজ প্রথমবারের মতো সেখানে উপদেষ্টা পরিষদের বৈঠক বসছে।

এদিকে, প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক নির্দেশনায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে এক ও দুই নম্বর ফটক ব্যবহার করে কর্মস্থলে প্রবেশের জন্য বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

10h ago