ইংল্যান্ডে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পাকিস্তানের হায়দার আলি

পাকিস্তান এ দলের ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া এক ঘটনার পর দেশটির ব্যাটার হায়দার আলিকে গ্রেপ্তার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। বৃহস্পতিবার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সকে দেওয়া এক ই-মেইল বার্তায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, ২০২৫ সালের ৪ আগস্ট সোমবার এক ধর্ষণ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ২৩ জুলাই বুধবার ম্যানচেস্টারের একটি ভবনে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং ভুক্তভোগীকে সহায়তা দিচ্ছেন কর্মকর্তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তদন্ত চলাকালীন সময়ের জন্য হায়দার আলিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বোর্ড এক বিবৃতিতে বলেছে, 'পিসিবি যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়া ও বিধি-বিধানকে সম্মান করে এবং তদন্তকে স্বাভাবিকভাবে চলতে দেওয়ার গুরুত্ব স্বীকার করে। সে কারণেই হায়দার আলিকে অবিলম্বে কার্যকর সাময়িক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।'

পিসিবি আরও জানায়, 'আইনি প্রক্রিয়া শেষ হয়ে সব তথ্য স্পষ্ট হলে, প্রয়োজন হলে পিসিবির আচরণবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হায়দার আলি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

Comments