ছাত্রদলের হল কমিটি, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রদলের হল কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল, মাস্টারদা সূর্যসেন হল ও মুহসীন হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকশ শিক্ষার্থীকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
এর আগে, রোকেয়া হলে ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিবাদে বিকেলে হলের শিক্ষার্থীদের একটি অংশ বিকেল ৫টায় প্রতিবাদ মিছিল বের করে।
বিক্ষোভকারীরা পদ পাওয়া ৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের দাবি জানান।
পরে রাত সাড়ে ১১টার দিকে তারা রোকেয়া হলের প্রভোস্ট হুসনে আরা বেগমকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আধঘণ্টা সময় বেধে দেন।
রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের আদিবা সায়মা খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রভোস্ট বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের উপহারের মাধ্যমে হলে ছাত্ররাজনীতি প্রবেশ করতেই পারে। আমরা কোনো ধরনের গুপ্ত বা প্রকাশ্য রাজনীতি এই হলে চাই না। তার প্রতিবাদে প্রভোস্টকে আল্টিমেটাম দিয়েছি।'
আল্টিমেটামের সময় শেষে প্রভোস্ট হুসনে আরা বেগম বলেন, 'আমি এই সিদ্ধান্ত একা নিতে পারি না। প্রক্টররা মিটিং করছেন। যে সিদ্ধান্ত আসবে সেটাই হবে।'
'প্রয়োজনে আমি পদত্যাগপত্রে সই করব, কিন্তু ওই আট শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারব না,' বলেন তিনি।
কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে তাদের দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
এরপর রোকেয়া হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রাত সোয়া ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
Comments