ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করে সাময়িক বরখাস্ত সহকারী কর কমিশনার

রাজস্ব বোর্ড
ছবি: সংগৃহীত

ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজ দেখতে চাইলে তাকে 'অকথ্য ভাষায়' গালিগালাজ করায় বিভাগীয় শাস্তির মুখে পড়েছেন কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার-১ শাখার সচিব মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, সহকারী কর কমিশনার ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড় এলাকায় একটি গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শন করতে বলা হয়, যে গাড়িতে ফাতেমা ছিলেন। প্রথমে ট্রাফিক সার্জেন্ট শাহা জামালকে ফাতেমা জানান যে গাড়ির কাগজপত্র ঠিক আছে এবং তিনি সেগুলো দেখাতে অপারগ। পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা গাড়ি থেকে বের হয়ে 'অকথ্য ভাষায়—যেমন: ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি—গালিগালাজ' করেন।

এ ঘটনায় শাহা জামাল লালবাগ থানায় মামলা করেন। পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী 'অসদাচরণে'র দায়ে ফাতেমার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে জানতে ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে আজ সন্ধ্যা ৬টার দিয়ে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'হ্যাঁ, এ ধরনের একটি ঘটনা ঘটেছে।'

তার কাছে আরও প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে তিনি বলেন, 'পাঁচ মিনিট পরে কল দিচ্ছি।' এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

Comments

The Daily Star  | English

Bangladesh’s human rights situation stable, but concerns remain: report

It also highlights severe curbs on free speech, media, labor rights, and child protection, including violence, censorship, and unjustified arrests

28m ago