কাদা ছিটে গায়ে পড়ায় মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ছবি: ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটে গায়ে পড়ায় মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী গাবতলী বাজার এলাকার বাসিন্দা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা।'

স্থানীয় বাসিন্দা জানান, সংঘর্ষের সূত্রপাত গতকাল বিকেলে। তাজুল ইসলাম নামে এক যুবক বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন পাশের এলাকার বাসিন্দা মাসুদ মিয়া। মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটে তাজুলের গায়ে পড়লে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি। এরপর তা হাতাহাতিতে গড়ায়। এ নিয়ে দুপক্ষের দিনভর উত্তেজনা চলে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কেউ কেউ করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে প্রতিবারই বন্ধ পাওয়া যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 'তুচ্ছ একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরবর্তীতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।'

'আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,' বলেন তিনি।

মাহবুব মোর্শেদ আরও বলেন, 'আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুপক্ষ লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, তারা আর সংঘর্ষ জড়াবে না।এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।'

Comments

The Daily Star  | English

Grounded planes put Biman’s schedule in disarray

Now at least four of its 10 widebody planes remain grounded, three Boeing 787s and one Boeing 777.

8h ago