ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম মারা গেছেন

মাহফুজা খানম । ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, নারীনেত্রী অধ্যাপক মাহফুজা খানম মৃত্যুবরণ করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

মাহফুজা খানমের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মাহফুজা খানমের পরিবারের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে জানানো হয়, তিনি সকাল ১০টায় অফিসার্স ক্লাবের সুইমিং পুলে গিয়েছিলেন। সেখানে তিনি পড়ে যান। পরে ক্লাবের কর্মচারীরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মাহফুজা খানমের মৃত্যু হয়েছে।

মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা বাজার গার্লস স্কুলে পড়েছেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়ে ১৯৬৬-৬৭ মেয়াদে ডাকসুর ভিপি নির্বাচিত হন।

কর্মজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতায় নিযুক্ত থাকা অধ্যাপক মাহফুজা খানম এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন।

মাহফুজা খানম ১৯৬৯ সালের ৮ ফেব্রুয়ারি প্রখ্যাত আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে বিয়ে করেন। তাদের ঘরে দুই পুত্র ও এক মেয়ে সন্তান আছেন।

শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

1h ago