ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট

স্টার ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

আদেশে ডাকসু নির্বাচন ট্রাইব্যুনালকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত সাধারণ সম্পাদক প্রার্থীর জড়িত থাকার অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালকে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্ট রিট আবেদনকারীকে ১৫ দিনের মধ্যে সব প্রাসঙ্গিক নথিপত্রসহ নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতেও নির্দেশ দিয়েছেন।

বাম জোটের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম বৃহস্পতিবার এই রিট করেন। রিটে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago