গান নিয়ে স্বপ্নের কথা জানালেন ক্লোজআপ ওয়ানের সেই লিজা

সানিয়া সুলতানা লিজা | ছবি: সংগৃহীত

লিজা। পুরো নাম সানিয়া সুলতানা লিজা। ২০০৮ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা নির্বাচিত হয়েছিলেন।

মৌলিক গান তৈরির পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি ইউরোপের পাঁচটি দেশে স্টেজ শো শেষ করে ঢাকায় ফিরেছেন।

সানিয়া সুলতানা লিজা | ছবি: সংগৃহীত

লিজা দ্য ডেইলি স্টারকে বলেন, যদিও নভেম্বর থেকে স্টেজ শোর মৌসুম শুরু হয়। এখন তো বর্ষাকাল, তারপরও স্টেজে গান করছি। পাশাপাশি বেতারে ও টেলিভিশনে অনুষ্ঠান থাকছে।

'ইউরোপের পাঁচটি দেশে শো করে এলাম। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ড ও স্পেনে শো করেছি। দেশের বাইরে শো করতে সব সময়ই ভালো লাগে। আবার দেশের ভেতরেও ভালো লাগে। দুই রকমের অনুভূতি,' বলেন তিনি।

লিজা বলেন, যেসব দেশে শো করেছি, সেখানে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। বৈশাখের পোশাক পরা, বৈশাখের বাঙালি খাবার খাওয়া, এইসবও হয়েছে।

আমার নিজের কিছু মৌলিক গান আছে, সেসব করি। পাশাপাশি ফোক গান করি, মাটির গান করি। ফোক গান ও মাটির গান শুনতে মানুষ বেশি ভালোবাসে, বলেন তিনি।

এই শিল্পী জানালেন, ঢাকায় ফিরেও দুটি শো করেছেন তিনি। 'একটি ছিল আইনজীবীদের অনুষ্ঠান, অন্যটি চিকিৎসকদের। এছাড়া, বেতারে গান করেছি ফিরে। টেলিভিশনেও অনুষ্ঠান ছিল।'

বেতার ও বিটিভি স্বপ্নের জায়গা উল্লেখ করে তিনি বলেন, বেতারে গান করার সময় অন্য রকম ভালো লাগে, বিটিভিতেও। সিনেমা যেমন অনেকের স্বপ্নের জায়গা, বিটিভি ও বেতারও তাই।

এসবের পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন লিজা।

'আমি মনে করি শিল্পী হিসেবে টিকে থাকার জন্য প্রথমত দরকার ধৈর্য। সাধনা তো লাগবেই! নিয়মিত ধৈর্য্য ধরে গান করে যেতে হবে, হতাশ হলে চলবে না। পাশাপাশি পরিবারের সমর্থন দরকার। হাঁটতে হাঁটতে জিততে হবে,' বলেন তিনি।

গান নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে লিজা বলেন, 'প্রথম দিনের মতো করে বলতে চাই, যে গানগুলো মন খারাপের সময় মানুষ স্মরণ করবে, আনন্দের সময়ও মনে করবে—এমন গান নিয়ে এগোতে চাই।'

Comments

The Daily Star  | English

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

9h ago