১ সপ্তাহে ১১৭ বার কাঁপলো ইরান

সবচেয়ে বেশি ভূকম্পন দেখা দেয় উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে। ফাইল ছবি: তেহরান টাইমসের সৌজন্যে
সবচেয়ে বেশি ভূকম্পন দেখা দেয় উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে। ফাইল ছবি: তেহরান টাইমসের সৌজন্যে

এক সপ্তাহে ১১৭ বার কেঁপেছে ইরান। ভূমিকম্পের কারণে এমনটি হয়েছে।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে তেহরান টাইমস এ তথ্য জানিয়েছে।

তবে এসব ভূমিকম্পের বেশিরভাগই গুরুতর ছিল না।

সংবাদ প্রতিবেদনে বলা হয়—প্রায় ১০০টি ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ এর নিচে। প্রায় ১৩টি ছিল ৩ থেকে ৪ এর মধ্যে, তিনটি ছিল ৪ থেকে ৫ মাত্রার ও একটি ভূকম্পন ছিল ৫ থেকে ৬ মাত্রার মধ্যে।

সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পটি হয় ৫ আগস্ট। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। সেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটির দক্ষিণপূর্বের কেরমান প্রদেশ।

সবচেয়ে বেশি ভূকম্পন দেখা দেয় উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে। এক সপ্তাহে ২৪ বার কেঁপেছিল প্রদেশটি।

এর পরের অবস্থানে আছে উত্তরপূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি (১৫) ও দক্ষিণপূর্বের কেরমান (১০)।

২০১৮ সালের নভেম্বরে ইরানের পশ্চিমাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ব্যাপক ক্ষতি হয়। ফাইল ছবি: ডিডব্লিউ
২০১৮ সালের নভেম্বরে ইরানের পশ্চিমাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ব্যাপক ক্ষতি হয়। ফাইল ছবি: ডিডব্লিউ

একই সময়ে তেহরান প্রদেশও দুই বার কেঁপেছিল।

পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান, আরদাবিল, আলবোর্জ, ইলাম, জানযান, সিস্তান-বেলুচিস্তান, কুয়োম, কাজভিন ও কোরদেস্তান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়নি।

২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে দেশজুড়ে মোট ছয় হাজার ২৭২টি ভূমিকম্পের তথ্য নথিবদ্ধ করেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইন্সটিটিউট।

নথিবদ্ধ ভূমিকম্পের মধ্যে ১৫০টির মাত্রা রিখটার স্কেলে ৪ এর বেশি ছিল।

ভূতাত্ত্বিক কারণে ইরান অত্যন্ত ভূকম্পপ্রবণ অঞ্চল।

বিশ্বের মোট ভূমিকম্পের দুই শতাংশই ইরানে ঘটে।

তবে দুর্ভাগ্যজনক হলো—বিংশ শতাব্দীতে ভূমিকম্পে মৃতদের প্রতি পাঁচজনের একজন ছিল ইরানে।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

4h ago