অপু বিশ্বাসের নায়কেরা

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস প্রচুর সিনেমায় অভিনয় করেছেন, পেয়েছেন দর্শকপ্রিয়তা। তিনি তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। তবে, তার বাইরেও একাধিক নায়কের বিপরীতে দেখা গেছে তাকে।

অভিনয়ে জুটি হওয়া চার নায়ক নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস। তারা হলেন—মান্না, সাইমন সাদিক, ইমন ও নিরব।

ছবি: সংগৃহীত

মান্না

প্রয়াত নায়ক মান্না ভাই ছিলেন ভীষণ শ্রদ্ধার মানুষ, পছন্দের মানুষ। অসংখ্য মানুষ তাকে পছন্দ করতেন, আমি করতাম। এখনো দূর থেকে তার জন্য অন্তর থেকে আশীর্বাদ করছি।

প্রিয় এই নায়কের সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছি। দুটো সিনেমার নাম এখন মনে পড়ছে—একটি তার প্রযোজনা প্রতিষ্ঠানের 'পিতা মাতার আমানত', 'আরেকটি 'মেশিনম্যান'।

তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। এটুকু বলি, তিনি ছিলেন সিনেমার অভিভাবক। পুরোপুরি সিনেমার মানুষ ছিলেন তিনি। সিনেমার জন্য নিবেদিত মানুষ ছিলেন। এমন মানুষ আবার কবে আসবে জানি না। তাকে হারিয়ে আমি ও সিনেমা শিল্পের সবাই সত্যিই ব্যথিত।

সাইমন সাদিক। ছবি: সংগৃহীত

সাইমন সাদিক

আমার প্রযোজিত 'লাল শাড়ি' সিনেমায় নায়ক হিসেবে ছিলেন সাইমন সাদিক। এই সিনেমা করতে গিয়ে দেখেছি, সাইমন অভিনয়ের প্রতি কতটা সিরিয়াস।

পাশাপাশি অসম্ভব ভালো একজন মানুষ তিনি। তার বিনয়, সুন্দর ব্যবহার মনে থাকবে অনেকদিন।

সহশিল্পীকে শতভাগ সাপোর্ট করেছেন। পেশাদার শিল্পী পুরোপুরি। সহজেই মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে। শিল্পী হিসেবেও দারুণ।

তাকে নায়ক হিসেবে পেয়ে ভালো একটি সিনেমা শেষ করতে পেরেছিলাম। সাইমন সাদিক আমার প্রিয় নায়কদের একজন।

Emon
অভিনেতা ইমন। ছবি: সংগৃহীত

ইমন

ইমনের প্রথম সিনেমা আমার সঙ্গে। ততদিনে আমি অনেক সিনেমা করেছি। আমার পরিচিতি ও জনপ্রিয়তা এসে গেছে। ইমন তখন মডেলিং করে পরিচিতি পেয়েছেন। তারপর, দুজনে মিলে 'এক বুক ভালোবাসা' সিনেমাটি করি।

প্রথম প্রথম দেখতাম সে ভয় পেত। নাচের সময় দেখতাম একটু অন্যরকম। তারপর আমি তাকে সহজ করে দিই। সেই থেকে নায়ক ছাড়াও ইমন আমার একজন ভালো বন্ধুও। পারিবারিক বন্ধুও বটে। বন্ধু হিসেবে সে খুবই ভালো।

নায়ক হিসেবে ইমন বেশ কয়েকটি সিনেমা করেছে। তার সাফল্য ভালো লাগে।

নিরব

প্রথমেই বলব, ইমন একজন ভালো মানুষ। সবকিছু ভালোভাবে মেইনটেইন করতে পারে! বিশেষ করে ওর পিআর ভীষণ ভালো।

নিরবও মডেলিং থেকে এসেছে। ওর ক্ষেত্রে যেটা হয়, দর্শকরা নিরবকে ইমন আর ইমনকে নিরব মনে করে। দুজনের মধ্যে জমজ জমজ ভাবটা মনে হয় কাজ করে। এটা বেশ মজার। আমার খুব ভালো লাগে।

নিরব অনেক কাজ হাতে নেয়, কখনো কখনো সবটা শেষ হয় না। এদিকে ওকে জোর দিতে হবে। 'ছায়াবৃক্ষ'সহ আরও কয়েকটি সিনেমা করেছি নিরবের সঙ্গে। 'মন যেখানে হৃদয় সেখানে' সিনেমা করেছি। নিরবের সফলতায় আমি মুগ্ধ।

Comments

The Daily Star  | English

Promises on paper, pollution in reality

Environment Adviser Syeda Rizwana Hasan’s admission of failure to stop rampant stone extraction in Sylhet’s Jaflong may be honest, but it highlights her glaring limitations as an administrator.

8h ago