আদাবরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, যুবক আটক

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে আদাবরের সুনিবিড় হাউজিং সংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ আনোয়ারুলকে (২৬) ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, ভোরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে ওই যুবককে স্থানীয়রা আটক করে পিটুনি দেয়।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, 'আটক আনোয়ারুল বাসে আগুন দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি।'

Comments

The Daily Star  | English

CU returns to merit-based hall seat allocations shedding political influence

Food quality, cleanliness issues still persist, say students

1h ago