ঢাবিতে ‘লাল জুলাই: কথা ক আওয়াজ উডা’ গণ-পরিবেশনা

থিয়েটার ওয়েভের পরিবেশনা। ছবি: পলাশ খান/স্টার

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে চিন্তা ও সৃজনশীলতার চর্চা ও মুক্ত প্রকাশ, নারীর দ্রোহী কণ্ঠস্বর, বিভিন্নতার সহাবস্থান, সাংস্কৃতিক মুক্তির সংলাপ ও গণতান্ত্রিক সংস্কৃতির আকাঙ্ক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'লাল জুলাই: কথা ক আওয়াজ উডা' শীর্ষক উন্মুক্ত সাংস্কৃতিক গণ-পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই অনুষ্ঠান শুরু হয়।

ছবি: পলাশ খান/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের আয়োজনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত হয় রাজনৈতিক নাট্য, সংগীত, আবৃত্তিমূলক পরিবেশনা ও শিক্ষক-শিক্ষার্থীদের বক্তৃতা।

ছবি: পলাশ খান/স্টার

অনুষ্ঠানে মো. লাহুল মিয়ার রচনা ও নির্দেশনায় '404: নাম খুঁজে পাওয়া যায়নি' এবং ধীমান চন্দ্র বর্মনের ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় 'মুখোমুখি' নামে দুটি নাটকের অংশবিশেষ প্রদর্শিত হয়। 

 

Comments

The Daily Star  | English

Drive underway in Demra to recover Sada Pathor looted from Bholaganj

Rab claims to have found Bholaganj’s white stone stored in seven warehouses

1h ago