ওসিকে ‘উলঙ্গ করে’ এলাকা থেকে বের করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে 'উলঙ্গ করে' এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার পর পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।'
গতকাল বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় ওসি মনজুরুল হককে উদ্দেশ্য করে আকতার হোসেন বলেন, 'ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। "উলঙ্গ" করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।'
স্মরণসভায় ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন বিএনপির এ নেতা।
আকতার হোসেন বলেন, 'থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেবো।'
ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী মহলের সঙ্গে মিলে তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
ওসিকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে পৌর বিএনপি নেতা আকতার বলেন, 'ওসি সাহেব, ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, সব খবর আমার কানে আসে।'
'আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, "উলঙ্গ" করে মহেশখালী ছাড়তে বাধ্য করব,' বলেন তিনি।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত পাঁচ আগস্ট বিএনপির মহেশখালী উপজেলার আগের কমিটির দপ্তর সম্পাদক শফিউল আলম শফিকে দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করে। পুলিশ এ পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।'
তিনি বলেন, 'বাদীর সম্মতি ব্যতিরেকে মামলা ডিবিতে হস্তান্তরের কার্যক্রম চলছে। এই ঘটনাসহ ওসির বিভিন্ন বিতর্কিত ভূমিকার কারণে ক্ষোভের বশবর্তী হয়ে ওই কথা বলেছি।'
তিনি বলেন, 'শব্দচয়ন ভুল হয়েছে। আমি এজন্য দুঃখিত।'
চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় ওসি হিসেবে যোগ দেন মনজুরুল হক।
বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি এখনো ওই বক্তব্যের ভিডিও দেখিনি বা শুনিনি।'
মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে আকতার হোসেনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা অস্বীকার করে বলেন, 'এসব সত্য নয়। তারপরও তারা কী কারণে বলছেন, তারাই ভালো বলতে পারবেন।'
অশোভন বক্তব্যের কারণে ওই বিএনপি নেতার বিরুদ্ধে কোনো
ব্যবস্থা নেবেন কিনা, জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, 'এখনো এমন কিছু চিন্তা করিনি।'
Comments