নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বয়কটের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, যারা বয়কটের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে, দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য।'

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তার ভাষণে বলেছেন যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। এই প্রতিশ্রুতি আমরাও দিয়েছি যে, আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব।'

'এখন প্রশ্ন কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সে পরিবেশ সৃষ্টি করতে চায়। অথবা নির্বাচন না হোক সেটা চায়। জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, এটা বলা যায়,' বলেন সালাহউদ্দিন।

তিনি আশা প্রকাশ করে বলেন, 'তাদের মধ্যে যেন এই রিয়ালাইজেশন আসে যে একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া এই জাতির সামনে আর কোনো বিকল্প নেই।'

'রাজনৈতিক কৌশল হিসেবে অনেকেই হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে তারা এসব বক্তব্য দিচ্ছে কিনা, এ প্রশ্নও বাজারে আছে। কিন্তু আমি মনে করি সেটা চাপের কোনো বিষয় নয়,' যোগ করেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'আমরা দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কৌশল ইতোমধ্যে প্রকাশ করেছি। আমরা জাতীয় সংসদ নির্বাচনে তাদের সঙ্গেই জোট করব যাদের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক ছিল।'

তিনি আরও বলেন, 'আমরা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। তবে এখানে আমরা বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।'

সালাহউদ্দিন বলেন, 'আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।'

'বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য, তার মধ্যে এক নম্বর অধিকার ছিল ভোটের অধিকার ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। সেই ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যেসব রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ বিষয়ে আমি নিশ্চিত,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Drive underway in Demra to recover Sada Pathor looted from Bholaganj

Rab claims to have found Bholaganj’s white stone stored in seven warehouses

1h ago