রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন—মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মুনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং ১৮ মাস বয়সী মেয়ে মিথিলা।
আজ শুক্রবার মতিহার থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালাম পারভেজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আজ সকালে ওই বাড়ি থেকে পরিবারটির চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।'
পুলিশ জানায়, মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, কৃষক মিনারুল বেশ কিছুদিন ধরে দেনার বোঝায় জর্জরিত ছিলেন। তিনি পরিবার নিয়ে একটি কাঁচা ঘরে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উত্তর দিকের কক্ষের মেঝেতে মুনিরা ও মিথিলার মরদেহ পাওয়া যায়। অপরদিকে দক্ষিণ দিকের কক্ষে মিনারুল ও মাহিমের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
এএসআই কালাম পারভেজ বলেন, সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Comments