বকেয়া আদায়ে চট্টগ্রাম কিংসের মালিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিসিবি

২০১২ ও ২০১৩ সালের প্রথম দুই আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বকেয়া অর্থ আদায়ে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের বিরুদ্ধে 'সমস্ত আইনগত পদক্ষেপ অব্যাহতভাবে গ্রহণ করবে' বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির কাছে বোর্ডের ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলারেরও বেশি বকেয়া রয়েছে।
বিসিবি অভিযোগ করেছে, গত ১২ বছরে বারবার তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজি ফি, কর পরিশোধ এবং খেলোয়াড় ও স্টাফদের পাওনা পরিশোধসহ আর্থিক ও চুক্তিভিত্তিক দায়বদ্ধতা 'নিয়মিতভাবে ভঙ্গ' করেছে।
এই বিরোধের জেরে ফ্র্যাঞ্চাইজির স্বত্ব বাতিল করা হয় এবং ধারাবাহিক আইনি পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে ২০১৩ সালে সালিশি নোটিশ এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি নিষ্পত্তি চুক্তি অন্তর্ভুক্ত ছিল। বিসিবির দাবি, সেই চুক্তির আওতায় এস.কিউ. স্পোর্টস কোনো অর্থই পরিশোধ করেনি। ফলে গত মাসে চুক্তিটি বাতিল করে বোর্ড নতুন করে হালনাগাদ দাবি দাখিল করেছে।
২০১২ সালের ১৫ লাখ ৫০ হাজার ডলারের মূল বকেয়া এখন সুদসহ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮০ হাজার ডলারে, যার একটি বড় অংশ টাকার অবমূল্যায়নের কারণে। বিসিবি জোর দিয়ে জানিয়েছে, আগের মতো ৩.৫ কোটি টাকা দিয়ে আর এই দেনা শোধ করা সম্ভব নয়।
এছাড়া, বিসিবির অভিযোগ, এস.কিউ. স্পোর্টসের সাম্প্রতিক বিপিএল আসর থেকেও খেলোয়াড়, কোচ, হোটেল ও সরবরাহকারীদের পাওনা বকেয়া রয়েছে। বোর্ড জানিয়েছে, তারা এখনো বিভিন্ন স্টেকহোল্ডারের অভিযোগ পাচ্ছে এবং পাওনা আদায়ে 'সমস্ত আইনগত পদক্ষেপ' চালিয়ে যাচ্ছে।
Comments