আইএল টি-টোয়েন্টিতে কি খেলতে পারবেন মোস্তাফিজ? 

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে সরাসরি দলে নিয়েছে ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েটির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও আইএল টি-টোয়েটির সূচি সাংঘর্ষিক। ফলে টুর্নামেন্টটিতে খেলা অনিশ্চিত বাংলাদেশের বাঁহাতি পেসারের।

বিপিএলের দ্বাদশ আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে, আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'যদি বিপিএল পরে শুরু হয়, তাহলে মোস্তাফিজের আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ বাড়বে। কিন্তু যদি টুর্নামেন্টটি বিপিএলের সঙ্গে একই সময়ে চলে, তাহলে সে খেলতে পারবে না।'

ধারণা করা হচ্ছে, এবার ফ্র্যাঞ্চাইজির সংখ্যা কমিয়ে ছয়টি দল নিয়ে বিপিএল আয়োজিত হবে। ফলে টুর্নামেন্টটি আগের আসরগুলোর চেয়ে সংক্ষিপ্ত আকারের হবে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, যদি বিপিএল ডিসেম্বরের শেষদিকে শুরু হয়, তাহলে মোস্তাফিজকে আইএল টি-টোয়েন্টির প্রথম অংশে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হতে পারে।

এই প্রসঙ্গে মোস্তাফিজের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, '(দুবাইয়ের সঙ্গে) চুক্তি যখন হয়েছে, তখন বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিপিএলের সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে, ডিসেম্বরের শেষদিকে বিপিএল শুরু হলেও মোস্তাফিজ আইএল টি-টোয়েন্টিতে খেলতে পারবে কিনা।'

মোস্তাফিজ দেশের বাইরে নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় খেলে থাকেন। এর আগে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তার। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো তিনি অংশ নেবেন আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত আইএল টি-টোয়েন্টিতে।

২৯ বছর বয়সী মোস্তাফিজের পাশাপাশি দুবাই চুক্তিবদ্ধ করেছে আফগান গুলবদিন নাইব, দুই শ্রীলঙ্কান দাসুন শানাকা ও দুশমন্থা চামিরা এবং দুই ক্যারিবিয়ান রভম্যান পাওয়েল ও শাই হোপকে।

এখন পর্যন্ত ২৮৯টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। ২১.৪৯ গড় ও ৭.৪৫ ইকোনমিতে তার শিকার ৩৬২ উইকেট। তিনি ছয়বার ৪ উইকেট ও চারবার ৫ উইকেট শিকার করেছেন।

Comments

The Daily Star  | English

Trump, Putin in Alaska to end Ukraine war

Donald Trump and Vladimir Putin flew to Alaska yesterday for a high-risk summit that promises a stern test of the US president’s promise to end the bloody war in Ukraine.

5h ago