প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ‘মিস ফিলিস্তিন’

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন মিস ফিলিস্তিন নাদিন আইয়ুব।
গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন।
দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, 'মিস ইউনিভার্স সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায়। এই অনুষ্ঠানে বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান ও নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলো উদযাপন করা হয়।'
এতে আরও বলা হয়, 'ফিলিস্তিনের একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব। আমাদের প্ল্যাটফর্মের মতো তিনিও টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক।'
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সেরা সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২১ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত প্রতিযোগিতা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, ২০২২ সালে মিস ফিলিস্তিন হিসেবে নির্বাচিত হন নাদিন (২৭)।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে নাদিন জানান, তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চান।

পোস্টের শিরোনামে তিনি বলেন, 'প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত।'
'ফিলিস্তিনে, বিশেষত, গাজায় একের পর এক হৃদয়বিদারক ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতিতে আমি সেসব মানুষের কণ্ঠস্বর হতে চাই, যারা নীরব থাকতে অস্বীকার করেছে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি। আমি চাই তাদের শক্তিমত্তা সম্পর্কে সারাবিশ্বের ধারণা হোক।'
'আমাদের জীবন শুধু দুর্দশার নয়—আমরা সহনশীলতা, আশাবাদ ও মাতৃভূমির প্রতীক। মাতৃভূমিকে আমরা প্রতি মুহূর্তে অনুভব করি।'

এমন সময় ফিলিস্তিনকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলো যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে।
২০২৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
নতুন করে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে।
যুক্তরাজ্যও শর্তাধীনে একই কথা জানিয়েছে।
Comments