‘ইসরায়েল-ইরান যুদ্ধ আবার যেকোনো সময়’

ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও যেকোনো সময় তা শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ।
দেশ দুটির মধ্যে ১২ দিনের যুদ্ধ গত জুনে বন্ধ হওয়ার পর দেশটির কোনো শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করলেন।
গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুসারে—ইরানের উপরাষ্ট্রপতি আরেফ বলেন, 'আমাদের অবশ্যই যুদ্ধের জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে আমরা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে নেই। হামলা বন্ধ রাখা হয়েছে মাত্র।'
গত ১৩ জুন ইসরায়েল দীর্ঘদিনের শত্রু ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোয় হামলা চালালে এক হাজারের বেশি মানুষ নিহত হন। ইরানও পাল্টা হামলা চালালে ইসরায়েলে বেশ কয়েকজন নিহত হন।
ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রও ইরানের পরমাণু স্থাপনাগুলোয় হামলা চালানোর দুদিন পর গত ২৪ জুন যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় ওয়াশিংটন। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। হামলা বন্ধ হয়েছে মাত্র।
গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি ইরানি দৈনিক শার্ঘকে বলেন, তেহরান 'সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির পরিকল্পনা নিচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা এখন যুদ্ধবিরতিতে নেই। আমরা এখনো যুদ্ধের মধ্যেই আছি। এই যুদ্ধ যেকোনো সময় আবার শুরু হতে পারে।'
মার্কিন ও ইসরায়েলিদের সঙ্গে ইরানিদের কোনো চুক্তি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
যুদ্ধবিরতির পর থেকে ইরানি কর্মকর্তারা বলে আসছিলেন যে, তারা যুদ্ধ চান না। তবে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্রমাগত বলে আসছে যে, ইরান পরমাণুকেন্দ্রগুলো চালু করলে আবার হামলা হবে।
Comments