'যদি আমার মনোবল ভালো থাকে, আমরা ম্যাচ জিতবো: এমবাপে

লিগের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে চোখধাঁধানো ফুটবল না খেললেও খুব একটা বিপদে পড়তে হয়নি জাবি আলোনসোর দলকে। পুরো ম্যাচে দাপট দেখিয়ে এবং কিলিয়ান এমবাপের সৃষ্টিশীলতার ওপর ভর করে সহজেই জিতেছে তারা।
ওসাসুনার বিপক্ষে জয়সূচক গোলটি আসে পেনাল্টি থেকে। পেনাল্টি আদায় করে নিজেই গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন এমবাপে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি সুপারস্টার জানান, দলের প্রতি ইতিবাচক মনোভাবই সাফল্যের মূল চাবিকাঠি।
'আমি খুব ভালো অনুভব করছি। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো দলকে সাহায্য করা—হোক সেটা আক্রমণে বা রক্ষণে। বাকি সবই আসবে। যদি আমার মনোবল ভালো থাকে, তাহলে আমরা ম্যাচ জিতবো," বলেন এমবাপে।
ওসাসুনার বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, 'ঘরের মাঠে জয় দিয়ে মৌসুম শুরু করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। ওসাসুনার স্পষ্ট পরিকল্পনা ছিল আমাদের অপেক্ষায় থেকে আক্রমণ করার, আর তাদের কাছে বুদিমিরের মতো খেলোয়াড় ছিল।'
'প্রথমার্ধে আমাদের সামনে কোনো ফাঁকা জায়গা ছিল না। তবে বিরতির পর দ্রুতই আমরা গোল করি, আরও সুযোগ তৈরি করি এবং খেলায় নিয়ন্ত্রণ বাড়াই। দ্বিতীয় গোলের অপেক্ষায় ছিলাম, কিন্তু সেটা আসেনি। তবুও আমরা জয়ে খুশি, আর সামনে আরও এগিয়ে যেতে চাই,' যোগ করেন তিনি।
রিয়াল মাদ্রিদে ১০ নম্বর জার্সি গায়ে প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত এমবাপে, 'এখানে ১০ নম্বরটা যেমন গুরুত্বপূর্ণ, ৯ নম্বরটাও ছিল। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। দর্শকদের সামনে ফিরে আসাটা দারুণ অভিজ্ঞতা। মাঠে নামলেই আমাদের লক্ষ্য থাকে, যেন আমরা সুন্দর ফুটবল খেলি মাদ্রিদ সমর্থকদের জন্য এবং যারা ঘরে বসে আমাদের খেলা দেখে।'
Comments