‘চেলসির ক্লাব বিশ্বকাপ ট্রফি’ কেন ট্রাম্পের ওভাল অফিসে?

চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হোয়াইট হাউজ কর্তৃপক্ষের প্রকাশিত একটি ছবি ফুটবল ভক্তদের নজর কেড়ে নেয়। ছবিটি ছিল মূলত ওভাল অফিসে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের। কিন্তু সেখানে শোভা পেতে দেখা যায় একটি ট্রফি।
হ্যাঁ, ট্রফিটি ফিফা ক্লাব বিশ্বকাপের। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ট্রাম্পের কার্যালয়ে তা সগৌরবে অবস্থান করছে।
প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ এক মাসজুড়ে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের মাটিতে। গত জুলাইতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। হোয়াইট হাউজের পোস্ট করা ওই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, এতদিন পেরিয়ে যাওয়ার পরও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির জেতা ট্রফিটি কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে?
তবে ফিফার মতে, বিষয়টি আসলে তেমন নয়। ক্লাব বিশ্বকাপের মোট তিনটি ট্রফি রয়েছে। মূল ট্রফিটি রাখা আছে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে। বিশ্বকাপ ট্রফিসহ সব মূল ট্রফিই সেখানে থাকে।
একটি রেপ্লিকা (প্রতিলিপি) ট্রফি রয়েছে চেলসির কাছে। কিছুদিন আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এসি মিলানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তা প্রদর্শন করেছিল ব্লুজরা। আরেকটি রেপ্লিকা ট্রফি রাখা আছে ট্রাম্পের কার্যালয়ে। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটি অসাধারণভাবে আয়োজনের স্বীকৃতি হিসেবে তা শোভা পাচ্ছে ওভাল অফিসে।
এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর ট্রাম্প বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রে এক মাসব্যাপী টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের স্বীকৃতি হিসেবে তিনি ট্রফিটি নিজের কাছে রাখতে পারবেন বলে তাকে জানানো হয়েছে।
ক্রীড়া ও বিনোদন বিষয়ক ব্রিটিশ ওয়েবসাইট ডিএজেডএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তখন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'আমি (কর্তৃপক্ষকে) জিজ্ঞেস করেছিলাম, "আপনারা কবে ট্রফিটি নিতে আসবেন?" জবাব এসেছিল, "আমরা আর কখনও এটা নিতে আসব না। আপনি এটা ওভাল অফিসে চিরদিন রাখতে পারেন। আমরা নতুন একটা ট্রফি বানাচ্ছি।"'
Comments