পঞ্চগড়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের সদর ও আটোয়ারী উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলে দুই উপজেলায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—সদর উপজেলার ফুটকিপাড়া গ্রামের জহিরুল ইসলামের দুই বছর বয়সী ছেলে আবদুল্লাহ আদনান, আটোয়ারী উপজেলার চুচুলি পাটেশ্বরী গ্রামের সুজন ইসলামের মেয়ে মুন্নী আরা (১৪) ও একই উপজেলার মণ্ডলেরহাট গ্রামের অনিক চন্দ্র রায়ের চার বছর বয়সী ছেলে মোহন চন্দ্র রায়।

মুন্নী টাঙ্গন ব্যারাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান বলেন, 'আদনান বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। পরে পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা অচেতন শিশুটিকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, 'মুন্নী বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন মেয়ের সঙ্গে গোসল করতে গিয়েছিল। সে সাঁতার জানতো না।'

'অন্যদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন রফিকুল।

এদিন বিকেলে মোহন বাড়ির আঙিনায় খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন তাকে বাড়ির পাশের একটি ডোবায় খুঁজে পায়। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট থানায় পৃথক অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

Comments

The Daily Star  | English

Israel pounds Gaza City as military takes first moves in offensive

Gaza City residents describe relentless bombardments overnight

58m ago