চেভেনিং স্কলারশিপ: যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনাখরচে স্নাতকোত্তরের সুযোগ

যুক্তরাজ্যে চেভেনিং স্কলারশিপের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের অর্থায়ন করে যুক্তরাজ্য সরকার। এর মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিনা খরচে মাস্টার্স করার সুযোগ পান।

ফুল ফান্ডেড চেভেনিং স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়া বা ব্রিটেনে যাতায়াতের জন্য কোনো খরচ বহন করতে হয় না। এর আওতায় টিউশন ফি, মাসিক জীবনযাত্রার ভাতা, যুক্তরাজ্যে যাওয়া-আসার বিমান ভাড়া, ভিসা আবেদনের খরচ এবং যুক্তরাজ্যে থাকাকালীন বিভিন্ন ইভেন্টে যোগদানের জন্য ভ্রমণ খরচ দেওয়া হয়।

আবেদনের সময়সূচি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য চেভেনিং স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ আগস্ট থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ অক্টোবর।

বাছাই পর্ব: আগামী অক্টোবর থেকে সামনের বছরের জানুয়ারি পর্যন্ত যোগ্যতা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করা হবে।

সাক্ষাৎকারের আমন্ত্রণ: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী বছরের মধ্য-ফেব্রুয়ারির মধ্যে জানানো হবে এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব শেষ হওয়ার আগেই রেফারেন্স লেটার জমা দিতে হবে।

চূড়ান্ত ফলাফল: চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে জুন মাসে।

বিশ্ববিদ্যালয়ের অফার লেটার: নির্বাচিত প্রার্থীদের ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্যের অন্তত একটি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ভর্তির 'আনকন্ডিশনাল অফার' লেটার জমা দিতে হবে।

ক্লাস শুরু: যুক্তরাজ্যে ক্লাস শুরু হবে ২০২৬ এর সেপ্টেম্বর বা অক্টোবরে।

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের আবেদনের জন্য আবেদনকারীকে চেভেনিংয়ের জন্য তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে (বাংলাদেশ এই তালিকার অন্তর্ভুক্ত)। স্কলারশিপ শেষে দেশে ফিরে এসে কমপক্ষে দুই বছর কাজ করার মানসিকতা থাকতে হবে। যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য প্রয়োজনীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক ডিগ্রি অর্জনের পর কমপক্ষে দুই বছরের (বা ২,৮০০ ঘণ্টা) কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যুক্তরাজ্যের তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে অন্তত একটি থেকে 'আনকন্ডিশনাল অফার' লেটার পেতে হবে।

টিউশন ফি ও আনুষাঙ্গিক শতভাগ খরচ পাওয়া যাওয়ায় এবং বিশ্বব্যাপী যোগাযোগ তৈরির সুযোগ থাকায় চেভেনিং অন্যতম আকর্ষণীয় একটি স্কলারশিপ। এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: https://www.chevening.org/scholarship/bangladesh/

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago