চমৎকার গোলে নাপোলিতে অভিষেক রাঙালেন ডি ব্রুইনা

ছবি: নাপোলি এক্স

ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটিতে এক দশক কাটিয়ে গত জুনে কেভিন ডি ব্রুইনা নাম লিখিয়েছেন নাপোলিতে। নতুন ঠিকানায় অভিষেকের উপলক্ষ দারুণভাবে রাঙালেন অভিজ্ঞ বেলজিয়ান তারকা। ইতালিয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নেমে তিনি করলেন চমৎকার গোল।

শনিবার সিরি আর শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনা করেছে নাপোলি। প্রতিপক্ষের মাঠে দাপুটে পারফরম্যান্সে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে তারা। ডি ব্রুইনা ও স্কট ম্যাকটমিনের লক্ষ্যভেদে সাসুয়োলোকে ২-০ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের শিষ্যরা।

ম্যাচের ১৭তম মিনিটে লিড আদায় করে নেয় সফরকারীরা। ডানদিক থেকে মাতেও পলিতানোর ক্রসে ডি-বক্সে হেড করে জাল কাঁপান ম্যাকটমিনে। ২০২৪ সালে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাপোলিতে যোগ দেওয়ার পর থেকে ভীষণ ছন্দে আছেন তিনি। সিরি আর গত মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন স্কটিশ মিডফিল্ডার।

প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া নাপোলি দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায়। ৫৭তম মিনিটে বামপ্রান্ত থেকে দারুণ ফ্রি-কিকে নিশানা ভেদ করেন ডি ব্রুইনা। ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের বাঁকানো শটে ডি-বক্সে ভেতরে লাফিয়ে উঠে বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেও পারেননি কেউ। তাছাড়া, পুরোপুরি বোকা বনে যান সাসুয়োলোর গোলরক্ষক। বল জালে পৌঁছাতেই ডি ব্রুইনাকে নিয়ে উল্লাসে মাতেন সতীর্থরা।

২০১৫ সালে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর ইতিহাদ স্টেডিয়ামের দলটির সাফল্যের গুরুত্বপূর্ণ কারিগর ছিলেন ডি ব্রুইনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২২ ম্যাচ খেলে তিনি করেন ১০৮ গোল। সিটিজেনদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিনা ট্রান্সফার ফিতে তাকে দলে নিতে পেরেছে নাপোলি।

স্বাগতিকরা পুরো ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ইসমায়েল কোনেকে। লরেঞ্জো লুকাকে ফাউলের কারণে তিনি দেখেন দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড।

Comments

The Daily Star  | English

Tariffs, weak confidence heighten risks for Islamic banks

The global ratings agency said weak solvency of the banks, compounded by poor governance, is eroding depositor confidence, and this, in turn, will limit their growth.

9h ago