ডি ব্রুইনার নৈপুণ্যে ১৯৫৪ সালের পর জার্মানিকে হারাল বেলজিয়াম

৬৯ বছর পর জার্মানদের বিপক্ষে শেষ হাসি হেসেছে বেলজিয়ানরা। মঙ্গলবার রাতে কোলনে প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে তারা জিতেছে ৩-২ গোলে।
ছবি: টুইটার

জার্মানিকে হারাতে কেমন লাগে তা হয়তো ভুলেই গিয়েছিল বেলজিয়াম! কারণটাও সহজেই অনুমেয়। ১৯৫৪ সালের পর থেকে দুই দলের সাক্ষাতে তাদের আর জেতা হচ্ছিল না। কেভিন ডি ব্রুইনার নৈপুণ্যে সেই ধারায় অবশেষে পড়ল ছেদ।

৬৯ বছর পর জার্মানদের বিপক্ষে শেষ হাসি হেসেছে বেলজিয়ানরা। মঙ্গলবার রাতে কোলনে প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে তারা জিতেছে ৩-২ গোলে।

ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে বেলজিয়াম ম্যাচের নয় মিনিটের মধ্যে চালকের আসনে বসে পড়ে। দুটি গোলেই অ্যাসিস্ট করে অবদান রাখেন ডি ব্রুইনা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। দ্বিতীয়ার্ধে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা ফের সফরকারীদের দুই গোলের লিড পাইয়ে দেন। ম্যাচের ৮৭তম মিনিটে সার্জ গ্যানাব্রি জাল খুঁজে নিয়ে উত্তেজনা তৈরি করলেও সমতায় ফেরা সম্ভব হয়নি জার্মানির।

জমজমাট লড়াইয়ের দুই অর্ধে দুই দল দাপট দেখায়। প্রথমার্ধ ছিল বেলজিয়ানদের দখলে। দ্বিতীয়ার্ধে রাজত্ব করে জার্মানরা।

ম্যাচে গোল হতে পারত আরও। উভয় দলের একটি করে প্রচেষ্টা বাধা পায় পোস্টে। প্রথমার্ধে লুকাকুর হেড ফিরে আসে ক্রসবারে লেগে। দ্বিতীয়ার্ধে গ্যানাব্রির শট দূরের পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৪ শতাংশ সময় বল পায়ে রাখা জার্মানরা গোলমুখে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে চারটি। অন্যদিকে, বেলজিয়ানদেরও সাতটি শটের চারটি ছিল লক্ষ্যে।

গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ইউরোপের দুই পরাশক্তিরই। উভয়েই ছিটকে গিয়েছিল আসরের প্রথম রাউন্ড থেকে। নতুন কোচ দমেনিকো তেদেসকোর অধীনে সেই ধাক্কা সামলে নিতে শুরু করেছে বেলজিয়াম। টানা দুই ম্যাচে জিতল তারা। আগের ম্যাচে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তারা সুইডেনকে তাদের মাঠেই উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে।

কোচ হ্যান্সি ফ্লিকের জার্মানি রয়েছে ধারাবাহিকতার খোঁজে। গত শনিবার রাতে আগের প্রীতি ম্যাচে তারা পেরুর বিপক্ষে জিতেছিল ২-০ গোলে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago