ডাকসু নির্বাচন: প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জুলিয়াস সিজারের আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের আইনজীবী।
গতকাল বুধবার ওই নোটিশ ডাক ও ইমেইলের মাধ্যমে পাঠানো হয়। একই সঙ্গে উপাচার্য, আপিল নিষ্পত্তি ট্রাইব্যুনাল ও রেজিস্ট্রারকেও নোটিশের কপি পাঠানো হয়েছে।
জুলিয়াস সিজারের অভিযোগ, অস্বচ্ছ ও বেআইনি প্রক্রিয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার অভিযোগ, 'আইনি প্রক্রিয়ার মাধ্যমে নয় বরং পক্ষপাতদুষ্টভাবে আমার মনোনয়ন চূড়ান্ত হওয়ার চার ঘণ্টা পর তা বাতিল করা হয়। এটি একটি প্রহসনে পরিণত হয়েছে।'
অন্যদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোটের আগের দিনও যদি কারও অপরাধমূলক বিষয় পাওয়া যায়, তবে তার প্রার্থীতা বাতিল করা হবে। জুলিয়াস সিজারের প্রার্থিতা ঘোষণার পর হল থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত "আপত্তি নিষ্পত্তি ট্রাইব্যুনালে" পাঠানো হয়।'
তিনি আরও বলেন, 'ট্রাইব্যুনালে তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়। এরপর তাকে ভোটার তালিকা ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ আসে। সেই সুপারিশের ভিত্তিতেই তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। অফিসের ভুলের কারণে প্রাথমিকভাবে তার নাম চূড়ান্ত তালিকায় থেকে গিয়েছিল।'
চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, জুলিয়াস সিজার ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। ইলেকশন কমিশন আবেদন ও রায়ের কপি সিন্ডিকেটে পাঠিয়েছে। বুধবার সিন্ডিকেট বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে।
Comments