চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় এগিয়ে আনল উয়েফা

ফুটবল সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানেই ছিল দীর্ঘ প্রতীক্ষা আর রাত জেগে থাকা। এতদিন ইউরোপিয়ান সময় অনুযায়ী ফাইনাল শুরু হতো বাংলাদেশে মাঝরাতে। ফলে অনেককে কর্মদিবসের ক্লান্তি কাটিয়ে চোখ লাল করে টিভির সামনে বসতে হতো। এবার সেই ঝামেলা থাকছে না। উয়েফা নতুন সিদ্ধান্তে কিক-অফ সময় এগিয়ে এনেছে ফাইনাল।

বৃহস্পতিবার এক ঘোষণায় উয়েফা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস এরেনায় হতে যাওয়া ফাইনালের কিক-অফ সময় স্থানীয় সময় রাত ৯টার বদলে সন্ধ্যা ৬টা করা হয়েছে। এর ফলে বাংলাদেশে ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। ২০২৬ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, শনিবার।

ফুটবল সাপোর্টার্স ইউরোপের নির্বাহী পরিচালক রোনান এভেইন বলেন, 'আগেভাগে খেলা শুরু হলে দিনভিত্তিক ভ্রমণ সহজ হয়, যাতায়াতের চাপ কমে এবং সমর্থকরা অনেক রাতের ঝামেলা ছাড়াই পুরো অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।'

২০১০ সাল থেকে শনিবারে ফাইনাল আয়োজন করছে উয়েফা, তবে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ ফাইনাল হয় সপ্তাহের মাঝামাঝি দিনে। উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেন,

'মধ্যসপ্তাহে রাত ৯টার সময় মানানসই হলেও শনিবারের ফাইনালে আগেভাগে খেলা শুরু মানে—অতিরিক্ত সময় বা পেনাল্টি হলেও খেলা তুলনামূলক আগে শেষ হবে।'

গত মৌসুমের ফাইনালে জার্মানির মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্সের পিএসজি।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago