অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই: আমীর খসরু 

শুক্রবার সকালে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিটু দাশ/স্টার

অন্তর্বর্তী সরকারের কাছে কোনো প্রত‍্যাশা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ শুক্রবার সকালে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

খসরু বলেন, 'এই সরকার সাময়িক সরকার। নির্বাচিত সরকার এলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, যেন প্রথম দিন থেকেই আমরা তাদের পাশে দাঁড়াতে পারি।'

তিনি বলেন, 'অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে পণ্য তৈরি করছে। এই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে।'

'নির্বাচিত সরকার যখন দেশে আসবে, তার জন্য এই প্রস্তুতি। একটি গ্রামে একটি প্রোডাক্ট তৈরি হবে। আমাদের হস্তশিল্প ধ্বংস হয়েছে, আমরা পুনরুদ্ধার করে অর্থনৈতিক প্রবাহ ফিরিয়ে আনব। যারা হস্তশিল্প তৈরি করে তাদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসব, আমরা আশাবাদী তাদের সহায়তা দিলে প্রোডাকশন বাড়বে, আয় বাড়বে,' বলেন তিনি।

ঝালকাঠির শীতল পাটি শিল্প যুবক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বাবুল দত্ত জানান, এ ধরনের মেলার মাধ্যমে, আমাদের পণ্যের প্রসার ঘটে, এ ধরনের মেলা আরও হাওয়া প্রয়োজন।

মেলায় অংশ নেওয়া আনজুমান বেগম জানান, এ ধরনের আয়োজন, বিভাগীয় জেলা পর্যায়ে আরও বেশি হওয়া প্রয়োজন। ক্ষুদ্র কুটির শিল্প এ মেলায় ঝালকাঠির গামছা, শীতলপাটি, পিরোজপুরের সুপারি খোলের তৈরি নানা পণ্য, পাট পণ্যসহ জেলার ঐতিহ্যবাহী, পণ্যের স্টল দেওয়া হয়।'

Comments

The Daily Star  | English

Jatiya Party, Gono Odhikar Parishad clash in Dhaka's Kakrail

Police deployed to maintain law and order

46m ago