সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের ড্রয়ের পর বড় জয়ে চ্যাম্পিয়ন ভারত

ছবি: সম্পাদিত

ভুটানের কাছে পয়েন্ট হারানোয় চ্যাম্পিয়ন হওয়ার আশা একেবারে ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের। লাল-সবুজ জার্সিধারীদের ভীষণ হতাশাজনক পারফরম্যান্সের পর নিজেদের ম্যাচে জ্বলে উঠল ভারত। নেপালের বিপক্ষে বড় জয়ে বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল তারা।

শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে একপেশে লড়াইয়ে ৫-০ গোলে জিতেছে ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছে তারা। আগের দেখায় নেপালকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল ভারত।

দিনের আগের ম্যাচে একই ভেন্যুতে ভুটানের সঙ্গে ফিরতি সাক্ষাতে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। স্বাগতিকদেরই ৩-১ গোলে হারিয়ে এবারের সাফ শুরু করেছিল মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির চলমান আসরে পাঁচ ম্যাচের সবকটিতে জয়ী ভারতের অবস্থান পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের অর্জন পূর্ণ ১৫ পয়েন্ট। দুইয়ে থাকা বাংলাদেশ সমান ম্যাচে তিনটি জয় এবং একটি করে ড্র ও হারে পেয়েছে ১০ পয়েন্ট। নেপাল ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। চার দলের মধ্যে তলানিতে থাকা ভুটানের পয়েন্ট স্রেফ ১।

শিরোপার দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু নিজেদের মেলে ধরতে পারেননি সৌরভী আকন্দ প্রীতি-মামনি চাকমারা। শুরুতে এগিয়ে যাওয়ার পর সেই চাপ ধরে রাখতে ব্যর্থ হয় লিটুর দল। ভুটান সমতা টানার পর বাংলাদেশ জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও তাই কাজ হয়নি।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ভুটানের গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে দেন পূর্ণিমা মারমা। তারপর প্রথমার্ধের যোগ করা সময়ে চোরতেন জাংমো স্কোরলাইন ১-১ করেন। আর কোনো গোল হয়নি ম্যাচে।

আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দুই দলের আগের সাক্ষাতে ভারতের কাছে ২-০ গোলে পরাস্ত হয়েছিল বাংলাদেশ।

২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের আগের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেবার আমন্ত্রিত দল হিসেবে অংশ নিয়ে শিরোপা জিতেছিল রাশিয়া। এবারও একই ফল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল-সবুজ জার্সিধারীদের।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago