দ্বিতীয় দিনের মতো বাকৃবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান না করায় এ কর্মসূচি পালন করছেন তারা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনের দুইপাশে বসে আছেন। তারা বাকৃবি প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।
এদিন সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে জড়ো হন। এ সময় তারা 'রাজপথ ছাড়ি নাই', 'রাজপথ ছাড়ব না', 'প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, 'শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় ময়মনসিংহগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।'
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি যৌক্তিক ছিল। তবুও তাদের ওপর অতর্কিত হামলা হয়েছে। ছয় দফা দাবি আদায়ে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব আছে। দাবি মেনে নেওয়ার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে রেলপথ অবরোধ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় ক্যাম্পাসের আমতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে ৬ দফা দাবির কথা জানান।
তিনি বলেন, 'এই ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।'
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
Comments