হত্যার দায়ে সৌদি যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর

মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে লেবাননের রাজধানী বৈরুতে সৌদি দূতাবাসের সামনে মানবাধিকার কর্মীদের প্রতিবাদ। ছবি: এএফপি
মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে লেবাননের রাজধানী বৈরুতে সৌদি দূতাবাসের সামনে মানবাধিকার কর্মীদের প্রতিবাদ। ছবি: এএফপি

নিজ দেশের নাগরিককে হত্যার দায়ে এক যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে তুর্কি বিন সৌদ আল-কবিরের দণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে জানায়, আদেল আল-মোহাইমিদ নামের এক ব্যক্তির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন যুবরাজ তুর্কি বিন সৌদ আল-কবির। এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন তিনি। তবে তাঁর মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি। দেশটিতে অধিকাংশ ক্ষেত্রে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবে শাসক পরিবারের কোন সদস্যের মৃত্যুদণ্ড অত্যন্ত বিরল ঘটনা। এর আগে যুবরাজ ফয়সাল বিন মুসাইদ আল সৌদের মৃত্যুদণ্ডের ঘটনা বহুল আলোচিত ছিল। ১৯৭৫ সালে বাদশাহ ফয়সালকে হত্যার দায়ে তাঁরই ভাইয়ের ছেলে মুসাইদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

সৌদি রাজ পরিবারের কয়েক হাজার সদস্য রয়েছেন। প্রতি মাসে ভাতা পান রাজ পরিবারের সদস্যরা। জ্যেষ্ঠ যুবরাজরা রাষ্ট্রীয় সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করেন। তবে খুব কম যুবরাজই সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “সৌদি সরকারের ইচ্ছা শৃঙ্খলা, নিরাপত্তা ও আল্লাহ নির্দেশিত বিধান বাস্তবায়ন করা”।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago