‘বিপন্ন বিশ্ব ঐতিহ্যের’ ঝুঁকিতে সুন্দরবন

বাংলাদেশকে সতর্ক করে দিলো ইউনেসকো
সুন্দরবন
সুন্দরবন

‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোন ক্ষতি করবেনা’- বাংলাদেশ সরকার এমন আশ্বাস সত্ত্বেও ইউনেসকো সুন্দরবনের নিকটবর্তী রামপাল এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে তার দৃঢ় অবস্থান বজায় রেখে সরকারের কাছে প্রকল্পটি অন্য কোন স্থানে সরিয়ে নেয়ার অনুরোধ করেছে।

অন্যথায় জাতিসংঘের বিজ্ঞান ও ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো আগামী বছর সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করতে পারে বলে তার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে।

‘রিপোর্ট অন দ্যা মিশন টু দ্যা সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিবেদনটি সুন্দরবনের ব্যাপারে ইউনেসকোর উদ্বেগ প্রকাশের জবাবে বাংলাদেশ সরকারের দেয়া আশ্বাসের পর প্রকাশিত হল।

সুন্দরবন সংরক্ষণে বাংলাদেশ সরকারের নেয়া ব্যবস্থার বর্তমান পরিস্থিতির একটি প্রতিবেদন ইউনেসকোর কাছে ডিসেম্বর ১ তারিখের মধ্যে জমা দেয়ার অনুরোধও জানানো হয়।

ইউনেসকো তার ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদনটির ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

21h ago