আশুলিয়ায় নিহত জঙ্গি আব্দুর রহমানই নব্য জেএমবি প্রধান: র‍্যাব

২১ অক্টোবর অভিযান চালিয়ে ২৭.৭০ লাখ টাকা উদ্ধার করে র‍্যাব। এসময় নব্য জেএমবি প্রধানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে আটক করা হয়। ছবি: স্টার
২১ অক্টোবর অভিযান চালিয়ে ২৭.৭০ লাখ টাকা উদ্ধার করে র‍্যাব। এসময় নব্য জেএমবি প্রধানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে আটক করা হয়। ছবি: স্টার

আশুলিয়ায় নিহত জঙ্গি আব্দুর রহমানের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান।

গত ৮ অক্টোবর আশুলিয়ায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানের সময় বাড়ির পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় সারোয়ার জাহান। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

সারোয়ার জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার থুমরিভুজা গ্রামে। বাবা আব্দুল মান্নান ও মা ছালেহা খাতুন ছবি দেখে তাকে সনাক্ত করেছেন।

র‍্যাবের দাবি, ১৯৯৮ সাল থেকে জেএমবির সাথে সংশ্লিষ্ট ছিল সারোয়ার জাহান। ২০০৩ সালে জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৯ মাস কারাগারে ছিল সে। পরে সে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করে।

নব্য জেএমবিতে সারোয়ার জাহানের সাংগঠনিক নাম ছিল শাইখ আবু ইব্রাহিম আল হানিফ। তার নেতৃত্বেই রাজধানীর গুলশানে ও রংপুরে বিদেশি নাগরিক হত্যাসহ বিভিন্ন জায়গায় হামলা পরিচালিত হয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago