আমার সন্তানকে স্বীকার করে নেবো, অপুকে না: শাকিব

Shakib
শাকিব খান, ছবি: দ্য ডেইলি স্টার

জনপ্রিয় অভিনেতা শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি আমার সন্তানকে স্বীকার করে নেবো, কিন্তু অপুকে না।”

এর আগে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিকে সত্য হিসেবে মেনে নিয়ে তিনি বলেন, “আমি তাঁকে কোটি কোটি টাকা দিয়েছি আমার সন্তানের জন্য।”

তাঁর বিরুদ্ধে এটাকে একটা চক্রান্ত হিসেবে উল্লেখ করে শাকিব বলেন, “দুদিন পরেই আপনারা জেনে যাবেন কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত।”

অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

আজ বিকেলে অভিনেত্রী অপু বিশ্বাস নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয় গুলশানে শাকিব খানের বাসায়। বিয়ের কাজী এসেছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে এই দম্পতির একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম আব্রাহাম খান জয়। অপুর অভিযোগ বারবার অনুরোধের পরও সন্তান জন্মের সময় পাশে ছিলেন না শাকিব।

তিনি আরও অভিযোগ করেন যে তাঁর ওপর অনেক অত্যাচার করা হয়েছে। তিনি আরও বলেন, শাকিবের ক্যারিয়ারের কথা ভেবে এসব গোপন রাখা হয়েছিল। তবে এখন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাঁকে তা প্রকাশ করতে হচ্ছে।

কান্না ভেজা কণ্ঠে অপু বলেন, “আমি অনেক সহ্য করেছি। আর কত সহ্য করব? ওর বোন কি সহ্য করবে?”

 

আরও পড়ুন:

‘অপু আমার বউ হতে চাননি, শুধু নায়িকা হতে চেয়েছেন’

বুবলির অভিযোগের আঙুল অপুর দিকে

অবশেষে ভিলেন বুবলি

আমার সন্তানকে স্বীকার করে নেবো, অপুকে না: শাকিব

শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয়েছে: অপু বিশ্বাস

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago