পুলিশি প্রহরায় দীপিকার বাবা-মা

Police in front of Padukones house
বেঙ্গালুরুর জেসি নগরে দীপিকা পাড়ুকোনের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্যে তাঁদের বাড়ি বাইরে গতকাল থেকে দুজন পুলিশ রাখা হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়া

বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্চয় লীলা বানশালির সর্বশেষ চলচ্চিত্র ‘পদ্মাবতী’ নিয়ে সৃষ্ট বিতর্ক যেন দিনে দিনে আরো বেগবান হচ্ছে। এই ঐতিহাসিক ছবিটিতে ভুল ইতিহাস তুলে ধরা হয়েছে এমন অভিযোগে দেশটির বিভিন্ন ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠী উত্তাল করে রেখেছে মুভিপাড়া।

ছবিটির নাম-ভূমিকায় অভিনয় করায় দীপিকা পাড়ুকোনকে বেশ আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। এমনকি, দীপিকা ও পরিচালক বানশালির মাথার জন্যে ১০ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতা।

এমন পরিস্থিতিতে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে বসবাসকারী দীপিকার বাবা-মার নিরাপত্তার জন্যে তাদের বাড়ির বাইরে বসানো হয়েছে পুলিশ প্রহরা।

আজ (২১ নভেম্বর) কর্ণাটক রাজ্য পুলিশের পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে বলা হয়, “বেঙ্গালুরুর জেসি নগরে দীপিকার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্যে তাঁদের বাড়ি বাইরে গতকাল থেকে দুজন পুলিশ রাখা হয়েছে। এছাড়াও, রাজ্যের যেকোন স্থানে দীপিকা ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়া হবে।”

দীপিকা মুম্বাইয়ে থাকলেও বেঙ্গালুরুতে থাকেন তাঁর বাবা বিখ্যাত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন, মা উজ্জলা, ছোটবোন আনিশা এবং দাদি অহিল্যা।

উল্লেখ্য, ১৩ শতকের রাজস্থানের রানি পদ্মীনির জীবনের ওপর ভিত্তি করে ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

আরো পড়ুন:

বিতর্কে পড়ছে সঞ্জয় লীলা বানশালি’র ‘পদ্মাবতী’

‘পদ্মাবতী’-র মুক্তি ঠেকাতে এবার ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন

প্রসঙ্গ ‘পদ্মাবতী’: এবার রাখি সাওয়ান্তকে হুমকি

রেকর্ড গড়লো ‘পদ্মাবতী’-র ট্রেইলার

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

13m ago