রোনাল্ডোকে ছাড়িয়ে মেসির সামনে এখন শুধুই পেলে

messi
হাইতির বিপক্ষে একটি মুহূর্তে মেসি। ছবি : রয়টার্স

ব্রাজিলিয়ান রোনাল্ডোকে স্পর্শ করতে প্রয়োজন ছিলো একটি গোলের। ছাড়িয়ে যেতে দু’টি। বুধবার হাইতির বিপক্ষে গোল দিলেন তিনটি। তাতেই তাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় উঠলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এখন তার সামনে রইলেন শুধুই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ল্যাটিন অ্যামেরিকার কোন খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪টি গোল দিয়ে পেলের পরেই অবস্থান করছেন মেসি।

এদিন ঘরের মাঠে হাইতির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। ৪-০ গোলের জয় পেয়েছে দলটি। টানা তিনটি গোল করে হ্যাটট্রিক করেন মেসি। শেষ গোলটি করেন সার্জিও আগুয়েরো। ম্যাচের ১৭ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডোকে স্পর্শ করেন মেসি। ৫৮ মিনিটে গোল দিয়ে অতিক্রম করেন। আর ৬৬ মিনিটে করেন নিজের হ্যাটট্রিক পূরণ।

ল্যাটিন অ্যামেরিকার হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৭৭টি গোল দিয়েছেন পেলে। মাত্র ৯২টি ম্যাচ খেলেই এ রেকর্ড গড়েছেন এ কিংবদন্তী। অপর দিকে ৬৪ গোল দিতেই মেসি মোট ম্যাচ খেলেছেন ১২৪টি। ল্যাটিন অ্যামেরিকার বর্তমান খেলোয়াড়দের মধ্যে এ রেকর্ডের কাছাকাছি আছেন ব্রাজিল অধিনায়ক নেইমার ও উরুগুয়ের লুইস সুয়ারেজ। ৮৩ ম্যাচে নেইমার গোল দিয়েছেন ৫৩টি আর ৯৭ ম্যাচ খেলে সুয়ারেজ দিয়েছেন ৫০টি গোল।

তবে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ডটি ইরানের আলি দাইর। ১৪৯ ম্যাচ খেলে ১০৯টি গোল দিয়েছেন ইরানের এ স্ট্রাইকার। তার এ রেকর্ডে হুমকি হয়ে এগিয়ে যাচ্ছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪৯ ম্যাচে গোল দিয়েছেন ৮১টি। ৩৩ বছর বয়সী এ খেলোয়াড় আছেন দারুণ ফর্মেও।

তবে আর্জেন্টাইন ভক্তদের আনন্দের সংবাদ হচ্ছে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মেসি। জাতীয় দলের হয়ে সর্বশেষ দু’টি ম্যাচেই করলেন হ্যাটট্রিক। আর ৩২ বছরের শিরোপা খরা কাটাতে আলবিসেলস্তারা যে মেসির উপরই নির্ভরশীল।  

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago