বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন আর্জেন্টিনার লানজিনি

হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক সের্জিও রোমেরও। এবার সে তালিকাটা ভারী করলেন ম্যানুয়েল লানজিনি। ডান হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওয়েস্টহ্যাম তারকার। এক টুইটার বার্তায় বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
lanzini
হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লানজিনি। ছবি : রয়টার্স

হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক সের্জিও রোমেরো। এবার সে তালিকাটা ভারী করলেন ম্যানুয়েল লানজিনি। ডান হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওয়েস্টহ্যাম তারকার। এক টুইটার বার্তায় বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

শুক্রবার টুইটারে আর্জেন্টিনা জানায়, ‘ম্যানুয়েল লানজিনি আজ সকালে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন। এতে তার ডান হাঁটুর এন্টিরিয়র ক্রুসিলেট লিগামেন্ট (এসিএল) ক্ষতিগ্রস্থ হয়েছে।’ এ ধরণের ইনজুরি কাটিয়ে উঠতে কমপক্ষে পাঁচ মাস সময় লাগে।

২৫ বছর বয়সী লানজিনি শুক্রবার সকালে দলের সঙ্গে অনুশীলনে গিয়ে ব্যথা পান ডান হাঁটুতে। লিগামেন্টই ছিঁড়ে গেছে তার। ফলে শুধু বিশ্বকাপ নয় মিস করবেন প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচও। 

জাতীয় দলের জার্সিতে ৩টি ম্যাচ খেলেই সাম্পাওলির বিশ্বস্ততা অর্জন করেছিলেন লানজিনি। প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি। চলতি মৌসুমে ওয়েস্টহ্যামের হয়ে ২৯ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৫টি। 

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের নব শক্তি আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ২২ জুন। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপার ঈগল নাইজেরিয়ার মোকাবেলা করবে দলটি।



 

Comments