‘আয়নাবাজি’-র পরিচালকের নতুন ছবি

‘আয়নাবাজি’-র ব্যাপক সাফল্যের পর ‘পুনরুজ্জীবন’ নামে আরেকটি ছবি নির্মাণের কথা জানিয়েছেন পরিচালক অমিতাভ রেজা।
আজ (১৫ জুলাই) এই তথ্য দ্য ডেইরি স্টার অনলাইনকে জানিয়েছেন পরিচালক।
এর আগে, ‘রিকশা গার্ল’ নামে একটি ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন অমিতাভ। সেই হিসেবে ‘পুনরুজ্জীবন’ হবে তার ক্যারিয়ারের তৃতীয় ছবি। জাজ মাল্টিমিডিয়া এই ছবিটি প্রযোজনা করবে।
এ বিষয়ে অমিতাভ রেজা দ্য ডেইলি স্টার অনলাইকে বলেন, “প্রাথমিকভাবে ছবিটি নিয়ে আজিজ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমার এ ছবিটি তাদের সঙ্গে বানাবো। ছবির গল্প একদমই আমার নিজের। যদিও চিত্রনাট্য লেখার কাজ এখনো শুরু হয়নি।”
আগামী বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরের দিকে এ ছবির কাজ শুরু করার ইচ্ছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকদিন ধরেই এ গল্পটা বহন করে আসছি।”
অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে অমিতাভ বলেন, “বাণিজ্যিক কোনো ভাবনা থেকে ছবি করছি না। আমি যে ছবিটা বানাতে চাই, এটাই সে ছবি। ‘পুনরুজ্জীবন’ গতানুগতিক ছবির মতো হবে না। এ ছবিতে সম্ভবত বড় মাপের কোনো অভিনেতা-অভিনেত্রী থাকবেন না।”
জাজের কর্ণধার আবদুল আজিজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অমিতাভ ভাই মেধাবী নির্মাতা। তার সঙ্গে কাজ করতে পারার ভিন্ন এক ধরনের আনন্দ থাকবে- এটাই স্বাভাবিক।”
ছবিটি দেশ ও আন্তর্জাতিক বাজারে সুনাম কুড়াবে বলে আশা করেন আবদুল আজিজ।
আরও পড়ুন:
Comments