‘কোন অজুহাত নেই’, সেরা দলই নামাচ্ছে বাংলাদেশ

তিন ক্রিকেটারের আঙুলের চোটে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিশেষ করে সাকিব আল হাসান নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশের পর তিনি খেলছেন কিনা তা নিয়ে ছিল জোর গুঞ্জন। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি মর্তুজা সব উড়িয়ে দিয়েছেন। বলছেন, আর কারো কোন অজুহাত নেই, খেলছে সেরা একাদশ।

দেশে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। দুজনেই আছেন খেলার মতো অবস্থায়। তবে প্রথম একাদশে শান্তকে দেখার সম্ভাবনা কম। 

সাকিবের চোট সমস্যা বেশ পুরোনো। ত্রিদেশীয় কাপের ফাইনালে পাওয়া বাঁ হাতের কনিষ্ঠা আগুলের চোটের জায়গায় করতে হবে অস্ত্রোপচার। এতদিন ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলা সাকিব এশিয়া কাপের পরই অস্ত্রোপচারের সিদ্ধান্তে একমত হয়েছেন। কিন্তু পরে এক সাক্ষাৎকারে নিজেকে ২০-৩০ শতাংশ ফিট বলায় তৈরি হয়েছিল সংশয়।

দুবাইতে এসে দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করছেন সাকিব। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানালেন সংশয় নেই আর কোনও, ‘হ্যাঁ, ধরেন ফ্রাকচার জিনিস তো দুই তিনদিনে ঠিক হয় না। যেগুলো ছিল ওইগুলা থাকবে এবং আগেও এসব নিয়ে খেলেছে তো তারা সিদ্ধান্ত নিয়েছে কালও খেলবে। এখন আসলে একদিন আগে এইগুলা নিয়ে আলোচনার কোন মানে হয় না। এখন তো আর কোন অজুহাতও নাই আসলে।’

মূল মাঠে পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ মেলেনি বাংলাদেশের। এমনিতে উইকেট দেখে একাদশ নিয়ে একটা ধারণা ঠিক করে ফেলেছে বাংলাদেশ। তামিমের সঙ্গে লিটন দাস নিশ্চতভাবেই নামছেন ওপেন করতে। সাব্বির রহমানের জায়গাটা আপাতত থাকছে মোহাম্মদ মিঠুনের দখলে। লঙ্কান দলে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্য বিবেচনায় অফ স্পিনার মেহেদী  হাসান মিরাজের সঙ্গে টুকটাক কয়েকওভার হাত ঘুরাতে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। একাদশের বাকি সব জায়গা তো অনুমেয়ই।

মাশরাফির কথাতেও মিলল তেমন আভাস, ‘অবশ্যই। কিছু চিন্তা তো আছে (একাদশ নিয়ে)।  আমরা যে গ্রাউন্ডে খেলব সেখানে অনুশীলনের সুযোগটা অত পাইনি। কাজেই পুরো দল হিসেবে ওখানে যেতে পারিনি। যতটুকু দেখেছি আমরা চিন্তাভাবনা করেছি।’

প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

 

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

2h ago