রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

ডিএমপি মিডিয়া সেল দাবি করেছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।
অ্যাম্বুলেন্সের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ছবি: ভিডিও থেকে

ঢাকায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে দ্য ডেইলি স্টারকে জানানো হয়, তাদের হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কতগুলো অ্যাম্বুলেন্স পুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে, এ ঘটনায় হাসপাতালে আগুন ছড়িয়ে পরেনি বলেও নিশ্চিত করেছে তারা।

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।

আজ বিকেল ৩টা ৩৯ মিনিটে গণমাধ্যমে পাঠানো বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল দাবি করে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।

এতে আরও বলা হয়, আজ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ২২ পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং বাকি ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Comments